ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রওশন জাহান-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১৯:৪৬
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রওশন জাহান-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রওশন জাহান-এর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।


৫ জুলাই, বুধবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. রওশন জাহান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান শিক্ষক, গবেষক ও মনোবিজ্ঞানী। উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী শিক্ষক মনোবিজ্ঞান বিষয়ক শিক্ষার প্রসার ও মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন। তিনি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


উল্লেখ্য, অধ্যাপক ড. রওশন জাহান ৪ জুলাই, মঙ্গলবার দিবাগত রাতে বনানীর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।


বিবার্তা/ছাব্বির/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com