কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার সঙ্গে সমন্বয় করা হবে: শিক্ষা উপমন্ত্রী
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১৫:১৩
কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার সঙ্গে সমন্বয় করা হবে: শিক্ষা উপমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কারিগরি শিক্ষাকে একটি পৃথক শিক্ষা ধরা হিসেবে না রেখে সাধারণ শিক্ষার সঙ্গে এর সমন্বয় করা হবে। সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের জন্যও দক্ষতা নির্ভর শিক্ষা প্রদান করা হবে।


তিনি বলেন, উচ্চ শিক্ষা শেষ করেও বৃত্তিমূলক কারিগরি শিক্ষা নেওয়ার সুযোগ আরো বাড়ানো হবে।


বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।


কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সরকার ঘোষিত লক্ষ্য অর্জনের প্রক্রিয়ার পরিবর্তন আনার কথা জানান উপমন্ত্রী।


তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জীবনব্যাপী ও অব্যাহত শিক্ষা হিসেবে সবার জন্য উন্মুক্ত রাখা হবে।


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের রেক্টর ড. ওমর ফারুক।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. মহসিন, বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ডুয়েটের অধ্যাপক ড. রায়হান এবং আইডিইবি'র সভাপতি আব্দুল হামিদ।


বিবার্তা / রাসেল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com