শিরোনাম
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'স্মার্ট বাংলাদেশ উন্নয়নে চতুর্থ শিল্প বিপ্লবের ভূমিকা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ মে ২০২৩, ২৩:৫৭
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'স্মার্ট বাংলাদেশ উন্নয়নে চতুর্থ শিল্প বিপ্লবের ভূমিকা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বাংলাদেশ উন্নয়নে চতুর্থ শিল্প বিপ্লবের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালাটি আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল।


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। স্বাগত বক্তব্য দেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সঞ্চালনা করেন কর্মশালার সমন্বয়ক ও ইনোভেমন টিমের আহ্বায়ক প্রফেসর ড. মোসাম্মৎ. জান্নাতুল ফেরদৌস।


প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সাজ্জাদ হোসেন সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ ও ধন্যবাদ জানান। তিনি বলেন, পৃথিবী এখন নতুন প্যারাডাইম শিফটের মধ্য দিয়ে যাচ্ছে। অদৃশ্যমান প্রযুক্তির যুগে আমরা এখন বাস করছি। এরসঙ্গে খাপ খাইয়ে চলতে হলে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। আগামির স্মার্ট বাংলাদেশ হবে তথ্য প্রযুক্তি নির্ভর মানবিক শান্তিময় বাংলাদেশ উল্লেখ করেন প্রধান অতিথি।


অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. রশিদুল হাসান ও  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. চয়ন কুমার সাহা।


বিবার্তা/রোকনুজ্জামান/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com