
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুইজ সোস্যাইটি এর আয়োজনে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে 'নজরুল কুইজ - ২০২৩'।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নং গ্যালারিতে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
প্রতিযোগিতায় কুইজার হিসেবে ছিলেন অর্থনীতি ৪৮ ব্যাচের শিক্ষার্থী ওয়াসিফ ফুয়াদ এবং লোক প্রশাসন বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী সাদিকা আফরিন।
প্রতিযোগিতা শেষে বক্তব্য রাখেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপপরিচালক নাসরিন সুলতানা। এসময় তিনি বলেন, "শিক্ষার্থীদের কুইজের প্রতি আগ্রহ দেখে আমি মুগ্ধ হচ্ছি। আমি আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুইজ সোস্যাইটি এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে। আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।"
প্রতিযোগীতায় বিজয়ী প্রথম তিন জনের জন্য পুরষ্কার হিসেবে থাকছে বই। আগামী মঙ্গলবার (৩০ মে) এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদেরকে পুরষ্কৃত করা হবে। বিজয়ীদের নাম পরবর্তীতে কুইজ সোস্যাইটির পেজ এবং গ্রুপ থেকে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, প্রতি সপ্তাহের সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে কুইজ সোস্যাইটির সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটির নবীন সদস্য গ্রহণ কর্মসূচি চলছে।
বিবার্তা/আয়েশা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]