ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ইবিতে ৮ দিনের অ্যাকাডেমিক ছুটি
প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:৫৯
ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ইবিতে ৮ দিনের অ্যাকাডেমিক ছুটি
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে কয়েক ধাপে মোট আট দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।


গুচ্ছ পদ্ধতির তিন ইউনিট ও ইবির ‘ডি’ ইউনিটের পরীক্ষার জন্য এ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এসময় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম যথারীতি চালু থাকবে।


রবিবার (১৪ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।


নোটিশে বলা হয়, গুচ্ছ পদ্ধতির ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ মে এবং ২ থেকে ৫ জুন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিসসম‚হ যথারীতি খোলা থাকবে।


উল্লেখ্য, আগামী ২০ মে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিট, ২৭ মে ‘সি’ ইউনিট এবং ৩ জুন ‘এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ৫ জুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত¡ অনুষদভ‚ক্ত ‘ডি’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিবার্তা/তাজমুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com