ঢাবি উপাচার্যের সাথে রাশিয়ার ডিএসপিইউ-এর রেক্টরের সাক্ষাৎ
প্রকাশ : ০৪ মে ২০২৩, ১৫:২২
ঢাবি উপাচার্যের সাথে রাশিয়ার ডিএসপিইউ-এর রেক্টরের সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাশিয়ার দাগেস্তান স্টেট পেডাগোজিক্যাল ইউনিভার্সিটি (ডিএসপিইউ)-এর রেক্টর অধ্যাপক আসভারভ নারিমান বৃহস্পতিবার (৪মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার দাগেস্তান স্টেট পেডাগোজিক্যাল ইউনিভার্সিটি-এর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে মতবিনিময় করেন।


নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কে তাঁরা একে অপরকে অবহিত করেন। বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গতিশীল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে 'রাশিয়ান কর্নার' এবং 'সেন্টার ফর ওপেন এডুকেশন ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ' স্থাপনের বিষয়ে তাঁরা ফলপ্রসূ আলোচনা করেন।


এলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দাগেস্তান স্টেট পেডাগোজিক্যাল ইউনিভার্সিটি- এর মধ্যে শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তাঁরা ঐকমত্য প্রকাশ করেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করায় দাগেস্তান স্টেট পেডাগোজিক্যাল ইউনিভার্সিটি'র রেক্টর অধ্যাপক আসভারত নারিমানকে আন্তরিক ধন্যবাদ জানান


বিবার্তা/ফারুক/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com