শিরোনাম
ইবির দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্টকে প্রত্যাহার
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৯:৩৭
ইবির দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্টকে প্রত্যাহার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হাইকোর্টের নির্দেশনার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। হলটির সিনিয়র আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আহসানুল হককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১ মার্চ, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘আমরা হাইকোর্ট থেকে যে বার্তা পেয়েছি। সেই অনুসারে ওই হলের প্রভোস্টকে প্রত্যাহার করেছি এবং হলের সিনিয়র হাউস টিউটরকে সাময়িকভাবে হল চালানোর জন্য বলা হয়েছে।’


উল্লেখ্য, ফুলপরী খাতুন নামে নবীন শিক্ষার্থীকে নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় পাঁচ ছাত্রীকে বহিষ্কার ও দায়িত্ব পালনে অনীহা থাকায় সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে সরিয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।


বিবার্তা/রিয়াদ/এমএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com