‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত'
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৫
‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+


‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


 শনিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি)’ এ সেমিনারের আয়োজন করে।


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ইআরডিএফবির সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক।


প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা।


প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক বলেন, ‌১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর পশ্চিমা শাসকগোষ্ঠী সচেতনভাবে বাঙালির কাছ থেকে ভাষার অধিকার হরণ করতে চেয়েছিল। তাদের সেই অপতৎপরতার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বাঙালির ত্রাণকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিব।


সভাপতির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ইআরডিএফবির সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, রাষ্ট্রভাষা আন্দোলন ও বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর সক্রিয় অংশগ্রহণ ইতিহাসের অনন্য দৃষ্টান্ত। ভাষা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, মূলত ভাষা আন্দোলনই বাঙালির স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি করেছিল। ভাষা আন্দোলনের সফলতা বাংলার মাটিতে এমন এক সংগ্রামের বীজ বপন করে দেয়, যা পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের পথ দেখায়।


সেমিনারটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইআরডিএফবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।


তিনি বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ছিল অনন্য, অনবদ্য। 


বিবার্তা/রাসেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com