শিরোনাম
ঢাবিতে ‘বঙ্গমাতা বক্তৃতামালা'র উদ্বোধন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০০
ঢাবিতে ‘বঙ্গমাতা বক্তৃতামালা'র উদ্বোধন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর উদ্যোগে 'বঙ্গমাতা বক্তৃতামালা'র প্রথম বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।


৬ ফেব্রুয়ারি (সোমবার) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 'বঙ্গমাতা বক্তৃতামালা'র শুভ উদ্বোধন করেন।


সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে 'জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট: প্রায়োরিটি ইস্যু ফর রিচার্স ইন' শীর্ষক বঙ্গমাতা বক্তৃতা প্রদান করেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর সম্মানিত ফেলো অধ্যাপক ড. রওনক জাহান। বক্তৃতার উপর আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিচ এন্ড লিবার্টি-এর পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম। স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ রয়েছে। সকল ক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ করতে হবে। গবেষণার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য তিনি তরুণ গবেষকদের প্রতি আহ্বান জানান।


বিবার্তা/সাইদুল/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com