শিক্ষা
ইবিতে ভর্তির নবম মেধাতালিকা প্রকাশ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ১০:২২
ইবিতে ভর্তির নবম মেধাতালিকা প্রকাশ
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অষ্টম মেধাতালিকার ভর্তি শেষে এখনো ৪০৮টি আসন খালি রয়েছে। এবারের মেধাতালিকা থেকে ৭৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন।


এদিকে শূন্য আসন পূরণে শুক্রবার (২০ জানুয়ারি) নবম মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ তালিকায় বিষয়প্রাপ্তদের আগামী রবিবারে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর ও আইসিটি সেল সূত্রে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অষ্টম মেধাতালিকার ভর্তি শেষে ‘এ’ ইউনিটে ৩০৫টি, ‘বি’ ইউনিটে ৬৮টি ও ‘সি’ ইউনিটে ৩৫টি মোট ৪০৮টি আসন খালি রয়েছে। শূন্য আসন পূরণের লক্ষ্যে নবম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুদের আগামী ২২ জানুয়ারি অফিস চলাকালীন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এছাড়া নবম মেধা তালিকার ভর্তি শেষে আসন খালি থাকলে দশম মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ।


ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com