শিক্ষা
মাউশি-নায়েমে নতুন ১২৬ পদ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ২১:১২
মাউশি-নায়েমে নতুন ১২৬ পদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দুই দফতরের জনবল কাঠামোতে ব্যাপক পরির্বতন আসছে। এর অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অর্গানোগ্রামে ১০১টি এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অর্গানোগ্রামে ২৫টি পদসহ মোট ১২৬টি নতুন পদ যুক্ত হচ্ছে। এতে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা শাখার উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।


এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অর্গানোগ্রামে ১০১টি পদ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির অর্গানোগ্রামে ২৫টি পদসহ মোট ১২৬টি পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।


উল্লেখ্য, মাউশির ১০১টি নতুন পদের মধ্যে পরিচালক পদ রয়েছে ১০টি, উপ-পরিচালক পদ ৩৬টি, সহকারী পরিচালক পদ ৩২টি, গবেষণা কর্মকর্তা ২১টি ও প্রকিউরমেন্ট অফিসার পদ ২টি এবং নায়ের উপ-পরিচালক পদ রয়েছে ২৫টি। এ পদগুলো বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে নিয়োগ করা হবে।


বিবার্তা/রাসেল/এসএফ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com