ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস (২৪ আগস্ট) উপলক্ষে রাবিতে মানববন্ধন করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ।
বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক রকিবউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মলয় ভৌমিক, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মিজানুর রহমান, সাবেক ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী-৩ আসনের এমপি আয়েনউদ্দিন, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু, অধ্যাপক রেজাউল করিম বখশি প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ২০০৭ সালের এই দিনে ছাত্র-শিক্ষকের ওপর নেমে আসে নির্মম নির্যাতন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ভাষা আন্দোলন থেকে শুরু করে ‘৬৯ এর গণঅভ্যূত্থান, স্বাধীনতা আন্দোলন, ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তৎকালীন তত্ত্বাবধায়কের নামে সেনা সরকার আমাদের ওপর নির্যাতন করে আমাদের গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চেয়েছিলো। কিন্তু তারা সফল হতে পারেনি।
দিবসটি উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিবার্তা/নাঈম/নাজিম