শিরোনাম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডুয়েট উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২০, ১৯:৩১
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডুয়েট উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমান ধানমন্ডি-৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শনিবার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন।


সকাল ৯টায় অনুষ্ঠিত এ শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।


এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম, কারাবরণ ও ত্যাগ স্বীকার করে এ দেশের জন্ম দিয়েছেন। তার এই ত্যাগের কারণে আমরা আজকের সম্মানজনক অবস্থানে আসতে পেরেছি। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের কর্তব্য। উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমান অনুষ্ঠানে অংশ্রগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


বিবার্তা/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com