শিরোনাম
ঢাবি উপাচার্যের পূজা মন্ডপ পরিদর্শন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ১৮:২৩
ঢাবি উপাচার্যের পূজা মন্ডপ পরিদর্শন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রবিবার ( ২৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি জগন্নাথ হলের পূজা মন্ডপ পরিদর্শন করেন।


ড. মো. আখতারুজ্জামান শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে প্রতিবছর বর্ণাঢ্যভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হয়ে থাকে। এই উৎসব সম্প্রীতির উৎসব।


তিনি বলেন, অশুভ শক্তির বিনাশ, সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের মূলমন্ত্র। সার্বজনীন দুর্গোৎসব আমাদের মানবিক, উদারনৈতিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে আরো জাগ্রত করে। এ বছর করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সচেতনতার সাথে এই উৎসব আয়োজনের জন্য তিনি জগন্নাথ হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


এসময় অন্যান্যের মধ্যে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com