শিরোনাম
জবি ছাত্রলীগের ৫ দফা দাবি
প্রকাশ : ২৬ জুন ২০২০, ২২:১৪
জবি ছাত্রলীগের ৫ দফা দাবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মহামারী করোনাভাইরাস মোকাবেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিক পাঁচ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। করোনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকট নিরসনে গঠিত কমিটির কাছে এই দাবি পেশ করেন ছাত্রলীগের নেতারা।


ছাত্রলীগের দাবিসমূহ হলো, তড়িৎ ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন করে নিজ নিজ বিভাগের মাধ্যমে আর্থিক বৃত্তি প্রদান করতে হবে এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে বাস্তবসম্মত আর্থিক বৃত্তি নির্ধারণ করতে হবে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে করোনা সংকটকালে বাসা ভাড়া কমানোর ব্যবস্থা করে এক মাসের ভিতর বাসার মালিক বরাবর চিঠি পাঠাতে হবে, যে সকল শিক্ষার্থী সমস্যার কারণে বাসা ছেড়ে দিচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এক সপ্তাহের ভিতরে নিজ নিজ বিভাগে রাখার ব্যবস্থা করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জন্য ক্যাম্পাসে করোনা ভাইরাস পরীক্ষাগার এবং সার্বক্ষণিক ডাক্তার ও বিনামূল্যে ঔষধ সরবরাহসহ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, ছাত্রী বোনদের জন্য নির্মিত একমাত্র বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে আবাসিক হল হিসেবে খুলে দিতে হবে।


বিবার্তা/আদনান/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com