শিরোনাম
করোনার টেস্ট শুরু করছে ঢাবি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২০, ১৯:০৫
করোনার টেস্ট শুরু করছে ঢাবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষা শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের জন্য গঠিত টেকনিক্যাল কমিটির আহ্বাক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে ২৯ মার্চ করোনা শনাক্তের এবং কিট উদ্ভাবনের সক্ষমতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় টেকনিক্যাল কমিটির সদস্যরা। কিন্তু একমাস পেরিয়ে গেলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনও সাড়া বা সমর্থন না পাওয়ায় এতদিন করোনভাইরাস শনাক্তকরণের পরীক্ষা শুরু করতে পারেনি ঢাবি। তবে সোমবার স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে করোনা শনাক্তকরণের পরীক্ষা শুরু করার অনুরোধ জানানো হয়েছে।


জানা গেছে, করোনা পরীক্ষা করার জন্য চারটি রিয়ালটাইম পিসিআর যন্ত্র স্থাপন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর এই পরীক্ষাগারে প্রতিদিন ৪০০-৫০০ নমুনা পরীক্ষা করা যাবে।


বিবার্তা/রাসেল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com