শিরোনাম
হতদরিদ্রদের সহায়তায় দুই দিনের বেতন দিবে জাবি শিক্ষক সমিতি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ২২:০২
হতদরিদ্রদের সহায়তায় দুই দিনের বেতন দিবে জাবি শিক্ষক সমিতি
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের কারণে উদ্ভুত সংকট মোকাবিলায় দেশের হতদরিদ্র ও কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুইদিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতি।


রবিবার (৫ এপ্রিল) জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড এএ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস মহামারি আকারে সংক্রমিত হওয়ায় সমগ্র বিশ্ববাসীর মত দেশবাসীও আতঙ্কে দিন যাপন করছে। বর্তমানে স্বাভাবিক আর্থিক ও সামাজিক কর্মকান্ডে মারাত্মক ব্যাঘাত ঘটায় দৈনিক খেটে খাওয়া হতদরিদ্র শ্রেণী-পেশার মানুষ নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে।


সচেতন নাগরিক হিসেবে এই দুস্থ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলে শিক্ষকগণের দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


এছাড়াও বিজ্ঞপ্তিতে সকলকে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়।


বিবার্তা/শিহাব/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com