শিরোনাম
হ্যান্ড সেনিটাইজার তৈরি করল জবির রসায়ন বিভাগ
প্রকাশ : ১৭ মার্চ ২০২০, ১৬:২৩
হ্যান্ড সেনিটাইজার তৈরি করল জবির রসায়ন বিভাগ
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সম্প্রতি করোনাভাইরাস রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হ্যান্ড সেনিটাইজার তৈরি করার কাজ সফলভাবে সম্পূর্ণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অন্তর্ভুক্ত রসায়ন সমিতি।


মঙ্গলবার (১৭ মার্চ) এই উপলক্ষে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহার সহ রসায়ন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর সাথে উপাচার্যের কার্যালয়ে সাক্ষাত করেন ও তার কাছে সেনিটাইজার এর নমুনা উপস্থাপন করেন।এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



উল্লেখ্য, হ্যান্ড সেনিটাইজার এর উপাদান হিসেবে (70% 2-Propanol, Glycerin, Distilled Water & Fragrance) ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত হ্যান্ড সেনিটাইজার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের নিকট বিতরণের ব্যবস্থা গ্রহণ করবে।


বিবার্তা/আদনান/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com