শিরোনাম
করোনাভাইরাস: ঢাবির জরুরি সভা সোমবার
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ২১:০৪
করোনাভাইরাস: ঢাবির জরুরি সভা সোমবার
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষার্থীদের দাবির মুখে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে।


রবিবার ( ১৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একে এম গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাস ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষার্থী এ দাবিতে অনশনে থেকে অসুস্থ হয়ে পড়েছে। ডাকসুর পক্ষ থেকেও বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি জানানো হয়েছে। তাই বিশ্ববিদ্যালয় জরুরি সিদ্ধান্ত নিতে কাল ( সোমবার) জরুরি সভা ডেকেছে।


এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডাকসু নেতাদের অনুরোধে এদিন বিকেলে অনশনরত শিক্ষার্থীরাও তাদের কর্মসূচি স্থগিত করেছে।


অনশন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে শিক্ষার্থী জুনায়েত খান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের সবসময় সম্মান রয়েছে। আমাদের প্রক্টর স্যার, ডাকসু প্রতিনিধিরা আমাদের আশ্বস্ত করেছে সোমবার জরুরি সভা অনুষ্ঠিত হবে। সে সভা পর্যন্ত আমরা আমাদের অনশন স্থগিত করছি। যদি সভা সিদ্ধান্তে আমাদের দাবির প্রতিফলন না দেখা যায় তাহলে কাল আবারো অনশনে বসবো।


এরআগে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে প্রশাসনের সাড়া না পাওয়ায় দাবি আদায়ে শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। অনশনকারীরা হলেন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের জুনাইদ হোসেন খান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইয়াসির আরাফাত ও কে এম তূর্য ৷ তাদের সঙ্গে সংহতি জানিয়ে এদিন রবিবার অনশনে অবস্থান নিয়েছেন আন্তর্জাতিক ব্যবসা বিভাগের সাফওয়ান চৌধুরী ৷ তারা সবাই তৃতীয় বর্ষে অধ্যয়নরত।


বিবার্তা/রাসেল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com