শিরোনাম
বাধার দেয়াল ভেঙে এগিয়ে যাচ্ছে নারীরা: শিক্ষামন্ত্রী
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৯
বাধার দেয়াল ভেঙে এগিয়ে যাচ্ছে নারীরা: শিক্ষামন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাধার দেয়াল ভেঙ্গে নারীরা এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বেইলী রোডে গার্লস গাইড বাংলাদেশ আয়োজিত বিশ্ব চিন্তা দিবস ও প্রতিজ্ঞা গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, সমাজের একজন মেয়ে শিশু অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়েই বেড়ে উঠে। এ সকল প্রতিবন্ধকতার দেয়াল ভেঙ্গে নারীকে তার আত্ম শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যেতে হয়। নারীরা এখন বাধার দেয়া ভেঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে।


তিনি বলেন, একজন নারী ও পুরুষের মধ্যে শারীরিক, মানসিক ও দৃষ্টিভংগিতে অনেক ভিন্নতা আছে। এ ভিন্নতাকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com