শিরোনাম
ভাষা শহীদদের স্মরণে ইবিতে আলোচনা সভা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯
ভাষা শহীদদের স্মরণে ইবিতে আলোচনা সভা
ছবি: টি এইচ জায়িম
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১টায় ক্যাম্পাসের বাংলা মঞ্চে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সভার আয়োজন করে।


সভায় বিশ্ববিদ্যালয়ের মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন।


সভায় প্রধান অলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান। রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফসহ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, বিদেশী ভাষা চর্চা কখনো বাংলা ভাষা শিক্ষার অন্তরায় নয়। একুশ শতকের প্রতিটি নাগরিককে নূন্যতম দুটি ভাষা জানতে হবে। প্রথম্যটি তার মাতৃভাষা আর অন্যটি যে কোন ভাষা। এটি হতে পারে ইংরেজী, আরবী, জাপানী, চীনা বা যে কোন ভাষা। তবে সর্বপ্রথম তার মাতৃভাষা সম্পর্কে দখল থাকতে হবে।


বিবার্তা/জায়িম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com