শিরোনাম
প্রথমবারের মত আল্পনায় রাঙা জবি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৬
প্রথমবারের মত আল্পনায় রাঙা জবি
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।রঙের বালতি, তুলি আর রঙ বেরঙের আল্পনায় ছেয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার।যা বিশ্ববিদ্যালয় ইতিহাসে প্রথম।


আল্পনার আয়োজন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের একদল কর্মী। আলপনা অঙ্কনে জবিসাকের সভাপতি ফাইয়াজ হোসেনের নেতৃত্ব জবিসাকের প্রায় অর্ধশত কর্মী অংশগ্রহণ করেন।প্রথমবারের মত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারে আলপনা তৈরির এই কার্যক্রমের উদ্দ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র।


এবিষয়ে জানতে চাইলে জবি সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ফাইয়াজ হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারিকে ঘিরে এর আগে কখনো শহীদ মিনারে আলপনা তৈরি করা হয়নি। আমাদের সংগঠনের উদ্দ্যোগে সর্বপ্রথম এমন কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত।


৫২’র ভাষা আন্দোলনে শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষা। তাদের রক্তকেই আলপনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলার যেন আপ্রাণ চেষ্টা চলছে শিল্পীদের। বুকভর্তি আবেগ, আর সমুদ্র সমান শ্রদ্ধা নিয়েই তারা যেন একে চলেছেন শহীদদের স্মৃতি।


বিবার্তা/আদনান/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com