শিরোনাম
জবি আবৃত্তি সংসদের ‘চেতনায় একুশ’
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২০, ২০:২০
জবি আবৃত্তি সংসদের ‘চেতনায় একুশ’
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘চেতনায় একুশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে।


গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।


এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ আবৃত্তি শিল্পীর মাতৃভাষা কেন্দ্রীক একক ও দলীয় আবৃত্তি, গান, নাচ, প্রবন্ধ পাঠসহ নানা আয়োজন করা হয় । প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ।


আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক নোমান হাসানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা কে এম সুজাউদ্দিন, সভাপতি আব্দুল্লাহ আল সায়মূন পাভেলসহ আবৃত্তি সংসদের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।


বিবার্তা/আদনান/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com