শিরোনাম
ভাষা শহীদ আব্দুস সালামের পরিবারকে সম্মান জানালো নোবিপ্রবি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:০১
ভাষা শহীদ আব্দুস সালামের পরিবারকে সম্মান জানালো নোবিপ্রবি
নোবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের উপলক্ষে ভাষা শহীদ আব্দুস সালামের পরিবারকে সম্মান জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে ভাষা শহীদ আবদুস সালামের ছোট ভাই সুবেদার আব্দুল করিমকে (অব:) উত্তরীয় পরিয়ে দেন এবং তাঁর পরিবারকে ফুল দিয়ে বরণ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম।


এসময় নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, নীলদলের সভাপতি ও আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. আনিসুজ্জামান রিমন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. এস. এম. নজরুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট মো. শাহীন কাদির ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখে তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র-জনতা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। আবদুস সালাম সেই বিক্ষোভ মিছিলে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এদিন মিছিলে নির্বাচারে গুলি চালায় পুলিশ। সালাম, বরকত, রফিক, জব্বারসহ গুলিবিদ্ধ হন অনেকে। গুরুতর আহত অবস্থায় আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ ফেব্রুয়ারী আবদুস সালাম মৃত্যুর কোলে ঢলে পড়েন।


বিবার্তা/নাসের/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com