শিরোনাম
ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৪
ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সেমিনার অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অমর একুশে উদযাপন ২০২০ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে প্রণিতব্য বিদেশী ভাষা শিক্ষাব্যবস্থার রূপরেখা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন করেন।


এসময় অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ভাষার মাসে এই সেমিনার আয়োজন করায় ইনস্টিটিউট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। বর্তমান বিশ্বে ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য এইরকম সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলে উপকৃত হবেন।


ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্যর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ইনস্টিটিউটের অধ্যাপক ড. এ. বি. এম. রেজাউল করিম ফকির এবং ঢাবি ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, সেমিনারে ইনস্টিটিউটের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com