শিরোনাম
ভোট পেছাতে অবরোধ: কর্মসূচি দিয়ে শাহবাগ ছেড়েছে শিক্ষার্থীরা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ২০:২২
ভোট পেছাতে অবরোধ: কর্মসূচি দিয়ে শাহবাগ ছেড়েছে শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরস্বতী পূজার দিনই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ হওয়ায় নির্বাচন কমিশনের পদত্যাগসহ নির্বাচন পেছানোর দাবিতে বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।


এদিন দুপুর পৌনে ১টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত শাহবাগে অবরোধ করেন শিক্ষার্থীরা|এর আগে বিক্ষোভ মিছিলসহ ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে শিক্ষার্থীরা শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হন। এরপর তারা সেখানে অবস্থান নিয়ে দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।পরে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সোয়া ৩টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।


এসময় কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনে নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল দাস। তিনি বলেন, নতুন কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের একই দাবিতে কর্মসূচি দেয়ার আহ্বান জানান।


বিবার্তা/রাসেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com