শিরোনাম
ঢাবি ছাত্রীকে ধর্ষণ: প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২০, ১১:৪২
ঢাবি ছাত্রীকে ধর্ষণ: প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।


সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন থেকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।


এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, একশন একশন ডাইরেক্ট একশন প্রভৃতি স্লোগান দেন।


বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মানববন্ধন চলছে।


এরআগে রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


ঘটনার বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ধর্ষণ কিংবা নারীর উপর যে কোন নিপীড়নের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে যা হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ, সকল নারীর উপর পুরুষতান্ত্রিক নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিরোধেরই অংশ। আজকের ঘটনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে থাকবে- এ আমাদের দৃঢ় অঙ্গীকার।


উল্লেখ্য, রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) রাত ৭টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রবিবার গভীর রাতে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাকে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাস উত্তাল রয়েছে। এদিন সোমবারও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তি দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com