শিরোনাম
কড়া নিরাপত্তায় বর্ষবরণ করলো ঢাবি শিক্ষার্থীরা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২০, ১০:৪৬
কড়া নিরাপত্তায় বর্ষবরণ করলো ঢাবি শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইংরেজি নতুন বছর ২০২০কে বরণ করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে বর্ষবরণ ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত থাকলেও কড়া পুলিশি নিরাপত্তার কারণে আস্তে আস্তে পাল্টে যায় দৃশ্যপট।


ক্যাম্পাসের নীলক্ষেতের প্রবেশ পথ, শাহবাগ, দোয়েল চত্বর, চানখারপুল, পলাশীসহ আটটি পয়েন্টে বহিরাগত প্রবেশে বাধা দেয়া হয়। এসব প্রবেশ পথ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করানো হয়। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্টিকারযুক্ত গাড়ি ও অ্যাম্বুলেস প্রবেশ করতে দেয়া হয়।


বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করার কারণে এদিন ঢাবি ক্যাম্পাসে নীরবতা লক্ষ্য করা গেছে। ঘড়ির কাঁটায় ১২টা বাজার সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী টিএসসি রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। তারা নিজেদের মধ্যে কোলাকুলি করে, একে অন্যকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানায়। বাদ যায়নি সেলফি তোলাও। অনেকে ভি চিহ্ন প্রদর্শন করে উল্লাস করেন।


বর্ষবরণে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান বিবার্তাকে বলেন, শীতকালীন ছুটি থাকায় শিক্ষার্থীদের বড় অংশই ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে। তাই এবারের বর্ষবরণে অনেকটা সাদামাটাভাবে হয়েছে।


আলমগীর বাদশা নামের ঢাবির আরেক শিক্ষার্থী বিবার্তাকে বলেন, নিরাপত্তার জন্য ক্যাম্পাসে যে কড়াকড়ি করা হলো, এ কারণে অনেক শিক্ষার্থী এবার টিএসসি প্রাঙ্গণে না এসে হলে বসে ছিল।


সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিবার্তাকে বলেন, নিরাপত্তার জন্য যা যা করা দরকার, তা আমরা করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের প্রক্টরিয়াল টিমও দায়িত্ব পালন করেছে। মোবাইল টিমও সার্বক্ষণিক টহল দিয়েছে।


বিবার্তা/রাসেল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com