মডেল সাবিরা হোসাইনকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে আলোকচিত্রী রওনকের নামে রাজধানীর রূপনগর থানায় মামলা করেছেন সাবিরার মা দিলসাদ কাদির সিমি। মঙ্গলবার বিকালে মামলাটি দায়ের করা হয়।
রূপনগর থানার ওসি (তদন্ত) শাহীন কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি ভিডিও ফুটেজ দেখে প্ররোচনাকারী হিসেবে তার বন্ধু নির্ঝর সিনহা রওনককে শনাক্ত করেছে সাবিরার পরিবার। তাই মামলার এজাহারে রওনকের নাম উল্লেখ করা হয়েছে। রওনককে ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করেছে বলে তিনি জানান।
এর আগে মঙ্গলবার ভোর ৫টার দিকে মিরপুরের রূপনগরে সাবলেট বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মডেল সাবিরা হোসাইনের লাশ উদ্ধার করা হয়।
সাবিরা হোসাইন বিভিন্ন ফ্যাশন হাউজের মডেলিং এর সঙ্গে যুক্ত ছিলেন একইসাথে মোহনা টেলিভিশন এবং পরবর্তীতে গানবাংলা টেলিভিশনের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।
বিবার্তা/আমিন/রয়েল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]