শিরোনাম
দীপন হত্যা: পুরস্কার ঘোষিত জঙ্গি গ্রেফতার
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৬, ১৪:৩২
দীপন হত্যা: পুরস্কার ঘোষিত জঙ্গি গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার ‘হোতা’ সিফাত ওরফে শামীম ওরফে মঈনুল ইসলামকে (৩০) টঙ্গী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বুধবার সকালে ডিএমপি থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও ওই বার্তায় জানানো হয়।


এ বিষয়ে ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, টঙ্গী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে সিফাতকে গ্রেফতার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।


ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যায় জড়িত যে ছয়জনকে চিহ্নিত করে পুলিশ ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল তাদের একজন এই সিফাত। তাকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com