শিরোনাম
ভিওআইপি ব্যবসার অভিযোগে লালমাটিয়ায় অভিযান
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৩
ভিওআইপি ব্যবসার অভিযোগে লালমাটিয়ায় অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার আইপি) ব্যবসা পরিচালনার অভিযোগে রাজধানীর লালমাটির একটি বাসায় যৌথ অভিযান চালাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।


মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লালমাটিয়ার ই-ব্লকের একটি বাসায় ওই অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টার পরও অভিযান চলছে।


মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে বিবার্তাকে এসব তথ্য জানানো হয়েছে।


অভিযানে অংশ নেওয়া বিটিআরসির ডেপুটি ডিরেক্টর গোলাম সরওয়ার বলেন, ভিওআইপি ব্যবসার অভিযোগ লালমাটিয়ার একটি বাসায় অভিযান চলছে। কোনো প্রতিষ্ঠানের নামে নয়, ব্যক্তি মালিকানাধীন একটি ফ্ল্যাটে অবৈধভাবে ওই ব্যবসা চলছিল।


এক প্রশ্নের উত্তরে গোলাম সরওয়ার বলেন, আমরা ভিওআইপি ব্যবসার যন্ত্রপাতি জব্দ করছি। তবে তাৎক্ষণিভাবে ভিওআইপি ব্যবসা চালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম জানা যায়নি।


বিটিআরসি জানিয়েছে, অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে আগে থেকেই বিটিআরসি সোচ্চার। আগে থেকেই তারা এ ধরনের অভিযান চালিয়ে আসছে। ভবিষ্যতেও অভিযোগ বা তথ্য পেলে এরকম অভিযান চালানো হবে।


বিবার্তা/খলিল/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com