শিরোনাম
মানসনদ ছাড়া শিশুখাদ্য উৎপাদন, জরিমানা সাড়ে ৪ লাখ
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ১৩:২৬
মানসনদ ছাড়া শিশুখাদ্য উৎপাদন, জরিমানা সাড়ে ৪ লাখ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন’র (বিএসটিআই) বাধ্যতামূলক মানসনদ না নিয়েই শিশুদের চকলেট ও অন্যান্য খাবার উৎপাদন করায় একটি প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর উত্তরখান এলাকায় র‍্যাব ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।


সোমবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ক্র‍্যাপ প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


অভিযানে প্রতিষ্ঠানটিতে শিশুদের বার চকোলেট, স্ট্রবেরি সিল্ক চকোলেট, ক্রিয়েটিভ চকো চকো, লিকুইড চকোলেটে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ পাওয়া যায়নি। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে ব্যবসায়িক কাজে ব্যবহৃত দুটি ওজনযন্ত্রের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযানে র‍্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃত্বে বিএসটিআইয়ের পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com