শিরোনাম
১৮ বছর ধরে যাত্রীবাহী বাসে ডাকাতি
প্রকাশ : ৩০ জুন ২০২১, ১৮:৪১
১৮ বছর ধরে যাত্রীবাহী বাসে ডাকাতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ১৮ বছর ধরে যাত্রীবাহী বাসে ডাকাতি করে আসছে একটি চক্র। বুধবার (৩০ জুন) মালিবাগ সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।


তিনি জানান, মহাসড়কে যাত্রীবাহী বাসে ধারালো অস্ত্র দেখিয়ে ডাকাতির অভিযোগে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন- ইয়াকুব ওরফে ছোট ইয়াকুব, মনসুর মিয়া ওরফে ছোট মনসুর ওরফে আকাশ, ইউনুছ আলী, মো. কাজল মিয়া, আল আমিন, মো. মিজানুর রহমান ওরফে শাহরুখ খান।


সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, সাম্প্রতিক সময়ে ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা সংঘঠিত হয়ে আসছে। গত ১০ মার্চ টাঙ্গাইলের করটিয়া এলাকার মহাসড়কে অজ্ঞাতনামা ৮-১০ জন সশস্ত্র ডাকাত যাত্রীবাহী বাসে ধারালো অস্ত্র দেখিয়ে ডাকাতি করে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইয়াকুবকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে ডাকাত দলের বাকি পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।


তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা ২০০৩ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে চট্রগ্রাম, নরসিংদী, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


বিবার্তা/খলিল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com