দুর্বৃত্তদের দ্বারা জয়পুরহাট সদর থানা আক্রমণ, লুটপাট, ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে লুট হওয়া মেশিনগান উদ্ধার করেছে সেনাবাহিনী সদস্যরা।
রবিবার (১১ আগস্ট) সকালে সদর উপজেলার হিচমী বাজার এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা জয়পুরহাট থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে হিচমী বাজার এলাকায় জয়পুরহাট সেনাবাহিনীর ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের শফিক এর নির্দেশক্রমে মেজর রেজা আহমেদের নেতৃত্বে পরিত্যক্ত অবস্থায় এই লুট করা অস্ত্র উদ্ধার করা হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]