গোপালগঞ্জের পাঁচ থানায় পুলিশ কাজে যোগ দিয়েছেন। আজ সোমবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তারা কাজ শুরু করেন।
ইতোমধ্যে পুলিশ সদস্যরা জেলাবাসীর জান-মালের নিরাপত্তা দিতে শুরু করায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে।
এছাড়া ট্রাফিকরা সড়কে দায়িত্ব পালন করছেন। এতে সড়কের শৃঙ্খলা ফিরেছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী অফিফা সাংবাদিকদের জানিয়েছেন, জেলার ৫ উপজেলার ৫টি থানা ও ৭ টি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, কনস্টেবল ও ট্র্যাফিক বিভাগে কর্মরতরা কাজ শুরু করেছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামের গ্রামের বাসিন্দা এস এম নজরুল ইসলাম বলেন, পুলিশ কাজে যোগ দিয়েছে। তারা ইতোমধ্যে মাঠে নেমে দায়িত্ব পালন শুরু করছে। এতে আমাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সুযোগ সন্ধানী ও দুষ্কৃতিকারীরা এই কয়দিন খুব সমস্যা সৃস্টি করেছে। আশা করি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
কোটালীপাড়া থানার ওসি মো. ফিরোজ আলম জানান, আমার থানায় কাজে যোগ দেওয়ায় আমি কর্মকর্তা ও কনস্টেবলদের স্বাগত জানিয়েছি।
এদিকে কোটালীপাড়া থানা পুলিশ কার্যক্রম শুরু করায় উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
বিবার্তা/শান্ত/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]