রাজধানীর বিমানবন্দর-উত্তরা সড়কে তীব্র যানজট
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১১:৪৩
রাজধানীর বিমানবন্দর-উত্তরা সড়কে তীব্র যানজট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তীব্র যানজট সৃষ্টি হয়েছে রাজধানীর বিমানবন্দর সড়ক ও উত্তরায়। বুধবার সকাল থেকেই অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারীদের। ঘণ্টার পর ঘণ্টা বাসের ভেতর অপেক্ষা করে অনেকে হেঁটে গন্তব্যের দিকে ছুটছেন এ সড়ক ব্যবহারকারীরা।


সরেজমিনে দেখা গেছে, এয়ারপোর্ট থেকে আব্দুল্লাহপুরমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে, বিশ্বরোড, খিলক্ষেত, কাওলা, উত্তরা, আব্দুল্লাহপুর পেরিয়ে গেছে যানবাহনের দীর্ঘসারি। অন্যদিকে বনানী, মহাখালী ও গুলশান রোডেও যানজট ছাড়িয়েছে।


ভয়াবহ যানজটে এ পথে চলাচলকারী কেউ-ই সঠিক সময়ে গন্তব্যে যেতে পারছেন না। অফিসগামীদের অনেকেই হেঁটে অফিস ধরছেন।


স্থানীয়রা জানায়, রাজধানীর উত্তরা-বিমানবন্দর সড়কে গত কয়েক দিন ধরেই অসহনীয় যানজট। একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান, বেহাল রাস্তার কারণে এ যানজট। আজ ভোর থেকে রাজধানীবাসীর ভোগান্তি বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এ অবস্থায় সকাল থেকেই স্থবির হয়ে পড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কটি।


বুধবার ভোর থেকে বিমানবন্দর সড়ক প্রায় থমকে আছে। এয়ারপোর্ট সড়কে ঢোকা এবং বের হয়ে যাওয়ার দুই পথেই তীব্র যানজট।


গাজীপুরে উদ্দেশ্যে রওনা হওয়া শামীম আহসান জানান, ভোরে এয়ারপোর্ট থেকে গাজীপুরের উদ্দেশ্যে বাসে উঠে একই জায়গায় বসে থাকার পর হেঁটেই রওনা দেন অফিসের দিকে। এয়ারপোর্ট থেকে টঙ্গীমুখী সড়কে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। এয়ারপোর্ট থেকে টঙ্গী পর্যন্ত তার হেঁটে যেতে সময় লেগেছে ঘণ্টার বেশি সময়।


জানতে চাইলে ট্রাফিক এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাখাওয়াত হোসেন সেন্টু বলেন, রাতে গাজীপুর সড়কের উন্নয়নমূলক কাজের জন্য এয়ারপোর্ট-গাজীপুর সড়কে যানজটের সৃষ্টি হয়। সকালে অফিসগামী যানবাহনের ফলে যানজট তীব্র হয়। তবে সকাল সাড়ে ৯টার দিকে এয়ারপোর্ট সড়ক স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন তিনি।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com