
রাজধানীর ওয়ারীএলাকায় পিকআপভ্যানের ধাক্কায় রুপা বর্মন (৩০)নামের এক নারীর ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুন) রাত পৌনে একটার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের স্বামী সুনীল চন্দ্র বর্মন বিবার্তাকে বলেন, গত ১৬ জুন রাস্তা পারাপারের সময় একটি ওষুধ কোম্পানির পিকআপভ্যান আমার স্ত্রীকে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় একটি স্থানীয় হাসপাতাল নিলে কিডনির সমস্যা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে একটার তিনি মারা যান।
নিহত রুপা বর্মন পুরান ঢাকার ওয়ারীর দয়াগঞ্জ এলাকার সুনীল চন্দ্র বর্মনের স্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিবার্তাকে বলেন, রাজধানীর ওয়ারিতে সড়ক দুর্ঘটনায় এক নারীর চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]