
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির এর সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
৮ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ট্রাকে করে কোটবাড়ি হয়ে দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এসময় ‘আমার সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, লড়াই করো একসাথে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক কম্পিত করে তোলেন শিক্ষার্থীরা।
এছাড়াও মহাসড়ক অবরোধ করে ক্রিকেট ও ফুটবল খেলতে দেখা গেছে আন্দোলনরত শিক্ষার্থীদের।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর অধ্যয়নরত রুবেল মিয়া বলেন, ‘যৌক্তিক দাবি আদায় না হওয়া অবধি আমরা আমাদের আন্দোলন থেকে পিছপা হবো না। এই কোটা অবশ্যই বাতিল করতে হবে।’
উল্লেখ্য, এর আগে গত ৪ জুলাই চার দফা দাবি জানিয়ে প্রায় ৩ ঘণ্টার অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে ৬ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করে এবং গতকাল ৭ জুলাই প্রায় সাড়ে ৪ ঘণ্টা পুনরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেছিল আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিবার্তা/প্রসেনজিত/ইমি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]