সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত ৫ জনের পরিচয় মিলেছে
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ১০:৩০
সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত ৫ জনের পরিচয় মিলেছে
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ছয়জন। এর মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৯ জন।


আহতদের মধ্যে ২০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৯ জন সীতাকুণ্ড উপজেলার বিএসবি হাসপাতালে চিকিৎসাধীন।


নিহতদের মধ্যে রয়েছেন- কদমরসুল জাহানাবাদ এলাকার ইসমাইল হোসেনের ছেলে শামছুল আলম (৫৬), ভাটিয়ারী ইউনিয়নের আবুল বাশার মিয়ার ছেলে ফরিদ (৩৬), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চিকিরঙ্গী লকরেটের ছেলে রতন লকরেট (৪৫), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মফিজুল হকের ছেলে সালাউদ্দিন (৪১), নোয়াখালী জেলার মাইজদী উপজেলার মৃত মকবুল আহমদের ছেলে আবদুল কাদের। নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স ৪৫।


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।


শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফয়ার সার্ভিসের ৯টি ইউনিট রাতে আগুন নিয়ন্ত্রণে আনে।


বিবার্তা/কেআর


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com