
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে আগামী দুই বছরের জন্য পুনরায় অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
১৯ এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী সাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।
এই বিষয়ে অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, আমি যেহেতু দ্বিতীয়বারের মতো আবারো দায়িত্ব পেয়েছি, অন্যান্য দপ্তরের মতো এই দপ্তরকেও একটি পরিপূর্ণ দপ্তর হিসেবে রূপান্তরিত করার চেষ্টা করবো। সেই সাথে সকল শিক্ষার্থীদের সহায়তা কামনা করছি। দুঃখের বিষয়, এই দপ্তরের কোন নির্দিষ্ট অফিস কক্ষ নেই। আমি আমার নিজ ডিপার্টমেন্টে বসে কাজ করতে হয়। আমি আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিকে নজর দিবে।'
বিবার্তা/প্রসেনজিৎ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]