মোংলায় এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচি পালন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৪:৩২
মোংলায় এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচি পালন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জীবাশ্ম জ্বালানি বিশেষত প্রাকৃতিক গ্যাস ও এলএনজির প্রকল্পের সম্প্রসারণ এবং অর্থায়নের বিরোধিতা করে মোংলায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার'র আয়োজনে এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচি পালিত হয়েছে।


৭ নভেম্বর, বৃহস্পতিবার সকালে এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচির অংশ হিসেবে পশুর নদীতে বোট র‍্যালি, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।


বোট র‍্যালি ও মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। যা পরিবেশের ক্ষতি ও জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। দেশের উপকূলীয় অঞ্চলসমূহ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের জন্য অতি ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া এবং জীববৈচিত্র্য ক্ষতির মুখোমুখি হচ্ছে। আমরা বাংলাদেশকে একটি ন্যায্য, টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে উন্নতির দিকে ধাবিত করার দাবি জানায়।


প্রধান অতিথির বক্তৃতায় পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশ যোদ্ধা মো. নূর আলম শেখ বলেন, পরিবেশ, স্বাস্থ্য এবং অর্থনীতির ওপর গ্যাস ও এলএনজির ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। সরকারি কর্তৃপক্ষ এবং নীতিনির্ধারকদের জীবাশ্ম জ্বালানি প্রকল্পের সম্প্রসারণ বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানায়।


এশিয়া ডে অফ অ্যাকশন উপলক্ষ্যে পশুর নদীতে বোট র‍্যালি, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা "গ্যাস সম্প্রসারণ বন্ধ কর" "প্রাকৃতিক গ্যাস এবং এলএনজি প্রকল্পে অর্থায়ন বন্ধ কর" "গ্যাস নয়, সমাধান হলো নবায়নযোগ্য জ্বালানি" "জীবাশ্ম জ্বালানির দ্রুত, ন্যায্য এবং ন্যায়সঙ্গত ফেজ-আউট চাই" "কয়লা থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর চাই" সম্বলিত প্লাকার্ড ফেস্টুন প্রর্দশন করেন।


বিবার্তা/জাহিদ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com