বোয়ালমারীতে দুই বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১২
বোয়ালমারীতে দুই বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে গোরস্থান কমিটি গঠনের বিরোধে দুই বিএনপি নেতার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি।


১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারের ওয়াপদার মোড় সংলগ্ন হারুন শপিং কমপ্লেক্সে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।


লিখিত বক্তব্য তিনি বলেন, বিএনপি থেকে বারবার বহিষ্কৃত নেতা খন্দকার নাসিরুল ইসলাম নাসির ফরিদপুর-১ আসনের বিএনপির রাজনীতি ধ্বংসের মিশনে নেমেছে। এ অঞ্চলে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে দলে প্রবেশ করিয়ে দখলদারি, চাঁদাবাজী ও বিএনপির আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে দলকে দুর্বল করতে আওয়ামী লীগের মিশন বাস্তবায়নের কৌশল অবলম্বন করেছে। স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি দখল, সরকারী খালবিল দখল, চাঁদাবাজি এখন তার নৈমিত্তিক বিষয়।


সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন হামলার শিকার আহত সৈয়দ টুটুল হোসেন ও সৈয়দ হাবিবুর রহমান।


সৈয়দ টুটুল হোসেন বলেন, খন্দকার নাসিরুল ইসলাম নানা সময় বিভিন্ন দল করেছেন। তিনি জাসদ, জাতীয় পার্টি ও সর্বশেষ বিএনপিতে যোগদান করেন। দলে যোগদান করেও আওয়ামী লীগের নেতাদের সাথে আঁতাত করে বিভিন্ন সময় দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে দলের ভরাডুবি ঘটিয়েছে। আমরা বোয়ালমারীতে বিএনপির শুরু থেকে বিএনপি দলীয় রাজনীতির সাথে জড়িত। আমি দলের হাইকমান্ডের নিকট আবেদন করছি শহীদ জিয়ার আদর্শের প্রকৃত বিএনপি নেতাকর্মীদের রক্ষায় এই বহুরূপী দুর্নীতিবাজ, দখলদার নেতা খন্দকার নাসিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।


বোয়ালমারী উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপনের সঞ্চালনায় সংবাদ সম্মেলন বক্তারা জানান, এ বিষয়ে বোয়ালমারী থানায় সৈয়দ সাইফুল ইসলাম বাদি হয়ে কামারহাটি গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. ইমরান, একই গ্রামের মো.কুদ্দুসের ছেলে সাতৈর ইউনিয়ন কৃষকলীগের ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. কবির, মো. আজিজারের ছেলে মো. সুমন, রুস্তম আলী মাতুব্বরের ছেলে মো. শহীদুল ইসলাম, হানিফ ফকিরের ছেলে, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাজাহান ফকিরসহ ১১ জনের নামে ও অজ্ঞাত ০৮/১০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী উপজেলা যুবদলের আহবায়ক ও পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, মো. এনায়েত হোসেন, সাতৈর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সৈয়দ শফিকুল আজম মাকুল মেম্বার, বিএনপি নেতা মো. কামাল আহমেদ, উপজেলা জাসাসের সভাপতি মো. শাহিন আনোয়ার প্রমুখ।


বিবার্তা/মিলু/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com