নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে বিশ্বব্যাংকের অর্থায়নে উত্তোলনকৃত বালু দিয়ে এলাকার কৃষকদের কৃষি জমি ভরাট করার অভিযোগ পাওয়া গেছে এবং কৃষকদের কাছ থেকে বালু উত্তোলনকারীরা মোটা অঙ্কের চাঁদা আদায় করছে বলে ভুক্তভোগীরা জানান। আলোকবালী ইউনিয়নের সাতপাড়া, বীরগাও, বাখরনগর ও খোদাদিলা গ্রাম থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ১৫ আগস্ট, রবিবার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেছেন, বিশ্বব্যাংকের অর্থায়নে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের সাতপাড়া, বীরগাও, বাখরনগর ও খোদাদিলা গ্রামে নদী খনন প্রকল্পের বালু দিয়ে প্রায় ৪ হাজার শতাংশ কৃষি জমি ভরাট করে ফেলা হয়েছে এবং কৃষকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদাও আদায় করছে বালুখেকোরা। এতে কৃষি জমির ঘাটতিসহ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে উত্তোলনকৃত বালু স্কুল, মসজিদ, মাদ্রাসা, সামাজিক প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট উন্নয়নে ব্যবহার নিশ্চিত করা, উত্তোলনকৃত বালু নিয়ে চাঁদাবাজি বন্ধ করা, কৃষকদের কৃষি জমি ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বিভিন্ন সরকারি অফিসে সেবা নিশ্চিত করার কথা থাকলেও তা হচ্ছে না। তাই শিক্ষার্থীরা এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নরসিংদীর সেনা ক্যাম্পেও একই দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন।
বিবার্তা/কামাল/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]