গোপালগঞ্জে স্বেছাসেবক দলের নেতা নিহতের ঘটনায় আরো একজন গ্রেফতার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩২
গোপালগঞ্জে স্বেছাসেবক দলের নেতা নিহতের ঘটনায় আরো একজন গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদারের নিহতের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


১৪ সেপ্টেম্বর, শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি সদর উপজেলার গোবরা দক্ষিণপাড়া গ্রামের সত্তার মোল্লার ছেলে সিহাব মোল্লা (৩৫)।


এ নিয়ে এঘটনায় তিন জনকে গ্রেফতার করা হলো।


এর আগে শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলা ঘোনাপাড়া এলাকার বাঁকাদ্দেছ চৌধুরীর ছেলে ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলিমুজ্জামান চৌধুরী (৫০) ও ওই এলাকার ইঙ্গুল শেখের ছেলে আওয়ামী লীগের কর্মী সিজার শেখ (৪২) কে গ্রেফতার করে।


শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ওই দুই জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানিয়েছেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহতের ঘটনায় সিহাব মোল্লার সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহে আটক করা হয়।


কিন্তু ওই ঘটনায় এখন পর্যন্ত মামলা না হওয়ায় এঘটনার সাথে জড়িত সন্দেহে ৫৪ ধারায় আটক দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


বিবার্তা/সঞ্জয়/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com