ফেনীতে গাঁজা ও ফেন্সিডিলসহ মাদককারবারি আটক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৮
ফেনীতে গাঁজা ও ফেন্সিডিলসহ মাদককারবারি আটক
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনী- চট্টগ্রাম সীমান্তের মীরসরাইয়ে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-৭।


১৫ সেপ্টেম্বর, রবিবার ভোরে চলন্ত একটি অটোরিকশায় অভিযান চালিয়ে এসব মাদকসহ তাকে আটক করা হয়।


চট্টগ্রামের র‌্যাব-৭ মিডিয়া উইং জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই ফুটওভার ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‍্যাবের একটি টহলদল। এসময় একটি প্রাইভেট কার এবং একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করা হয়। গাড়ি থেকে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা মো. সুমন (৩৩) নামে একজনকে আটক করে। তার তথ্যমতে দুটি গাড়ি থেকে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।


ধৃত সুমন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার পূর্ব দুর্গাপুরের জহুরুল হকের ছেলে।


র‍্যাব -৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সাদেকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে মামলা রুজু করে জব্দকৃত মাদকদ্রব্য, প্রাইভেটকার এবং সিএনজি অটোরিকশাসহ মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/মনির/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com