ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
রবিবার (১১ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
এতে বলা হয়, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে ডিএমপির লজিস্টিকস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে সদর দফতর ও ডিএমপির প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রত্যুষ কুমার মজুমদারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁনকে ডিএমপির মিরপুর বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে ডিএমপির গুলশান বিভাগের (গোয়েন্দা) উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত) হিসেবে বদলি করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]