
পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবীদ, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাবেক সভাপতি মো. সামছুল হক তালুকদার (৭১)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল হক তালুকদার শনিবার (২২ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)।
তিনি স্ত্রী, তিন ছেলে ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকাল সাড়ে ৫টায় কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরী ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. স্বজল মোল্লা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় মরহুমের মৃতদেহ।
কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা শেষে
পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধিসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রবিন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]