লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলন ৬ জুলাই
প্রকাশ : ২২ জুন ২০২৪, ১৮:১৫
লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলন ৬ জুলাই
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলা ও লোহাগড়া পৌর যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হবে।


২২ জুন, শনিবার জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউসুল আযম মাসুম ও সাধারণ সম্পাদক খোকন কুমার সাহার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউসুল আযম মাসুম ও সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক আগামী ৬ জুলাই, ২০২৪ শনিবার লোহাগড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।


উক্ত সম্মেলন সফল ও সার্থক করার জন্য লোহাগড়া উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের নির্দেশ প্রদান করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com