মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি জানালো ঝিনাইদহ সম্মিলিত সাংস্কৃতিক জোট
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১৯:১৮
মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি জানালো ঝিনাইদহ সম্মিলিত সাংস্কৃতিক জোট
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট।


২০ জুন, বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে দীপায়ন, নবগঙ্গা, অরনী, বন্ধন, বিহঙ্গ, ঝংকার, দর্পন, প্রত্যাশা, অংকুর, স্বরলিপি, কসাস, মানবাধিকার নাট্য পরিষদ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যুব সংঘ, অনিকেত যাত্রাপালা, বাংলাদেশ গণশিল্পী, কেসি কলেজ থিয়েটার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়। এরসাথে একাত্মতা ঘোষণা করে ঝিনাইদহ চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দ।


ঘণ্টাব্যাপী চলা এ মানবন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ারদার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, জোটের নেতা প্রাক্তন অধ্যক্ষ শুশেন্দু কুমার ভৌমিক, উপাধ্যক্ষ আব্দুস সালাম, অমিয় মজুমদার অপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


এ সময় বক্তারা বলেন, এমপি আনার হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মিন্টুকে নির্দোষ দাবি করে তার দ্রুত মুক্তির দাবি জানানো হয় এ কর্মসূচি থেকে।


বিবার্তা/রায়হান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com