সাতক্ষীরায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১৭:১৩
সাতক্ষীরায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরা জেলার শ‌্যামনগরে গাবুরায় বজ্রপাতে ‌শিশুসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।


২০ জুন, বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে গাবুরার গাগড়ামারী এলাকার একটি মৎস্যঘেরের বাসায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার ঘ‌ড়িলাল গ্রামের মোহাম্মাদ গাজীর পুত্র বোট চালক এনায়েত (৩৭) এবং একই এলাকার আল আমিনের শিশু নাজমুল (১১) । আহতরা ২ জন নাজমুলের দাদা মুছা গাজী (৬৫) ও একই এলাকার মোস্তফা কামালের পুত্র মইনুর (১৩)।


আহত ব্যক্তিরা জানান, শ‌্যামনগ‌রের গড়পদ্মপুকুরে আত্মীয়ের বাড়ি থেকে গাবুরা হয়ে মোটরসাইকেল যোগে কয়রার ঘ‌ড়িলালের নিজ বাড়ি ফির‌ছিলেন তারা। দুপুরে হঠাৎ বৃ‌ষ্টিপাত শুরু হলে গাবুরার গাগড়ামারী এলাকার এক‌টি ফাঁকা মৎস্য ঘেরের বাসায় আশ্রয় নেন ৪ জন। সেখানে বজ্রপাতে ২ জন নিহত ২ জন আহত হন।


গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, আহত ২জনকে গুরুতর আহত অবস্থায় শ‌্যামনগ‌র উপজেলা স্বাস্থ্য ক‌মপ্লেক্সে পাঠানো হয়েছে। গাবুরা থেকে নিহতদের লাশ ট্রলার যোগে পরিবারের কাছে পাঠানো হয়েছে।


বিবার্তা/সেলিম/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com